• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

সাকিবের রাজকন্যা ফেসবুকে


প্রকাশিত: ২:৪৬ এএম, ২১ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪২ বার

সাইফুল বারী মাসুম    :   দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে 111আহমেদ শিশিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। গেল বছরের ২৭ জুলাই জানা গিয়েছিল, বাবা-মা হতে চলেছেন এই দম্পতি। তখন থেকে তাদের সাথে সাথে তাদের ভক্ত-সমর্থকরাও প্রতীক্ষার প্রহর গুনছিল।

এরপর গেল বছরেরই নভেম্বরের আট তারিখ পৃথিবীর আলো দেখে সাকিব কন্যা আলায়না হাসান অউব্রে। জন্মের দু’মাস পরে নাম জানালেও কন্যার ছবি দেখতে সমর্থকদের ছয়মাস অপেক্ষা করতে হয়।

আর কন্যার প্রথম ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়ার পর নিয়মিতভাবেই অউব্রের ছবি দিয়ে চলেছেন বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা সাকিব।

শুক্রবারও ফেসবুকে নিজের অফিশিয়াল ফ্যান পেজে সাকিব অউব্রের ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার রাজ্যের রাজকন্যা।’