• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

সাকিবের বউয়ের সেক্সি কালচার ফেসবুকে তোলপাড়


প্রকাশিত: ৪:৫৫ এএম, ১৮ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৯৭২ বার

দিনা করিম   :   সাকিব আল হাসান বাংলাদেশের খ্যাতনামা খেলোয়াড়। সম্প্রতি তার বউ শিশির 0সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব ফ্যান পেজ থেকে কিছু ওয়েস্ট্রান কালচারের পরিহিত পোষাকে ছবি আপলোড করেন।যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনার ঝড়।

বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেন যার অধিকাংশই ছিল নেতিবাচক। ব্যক্তিগত এই ধরনের ছবি পাবলিক করে পোষ্ট করলে মানুষ মন্তব্য করবে এটা স্বাভাবিক।

Umme-Ahmed-Shishir-6তবে সমালোচকরা বলছেন এসব ছবি আপলোড করা ঠিক হয়নি । উনি দেশের এত বড় মাপের একজন খেলোয়াডের স্ত্রী। শিশির বাইরের দেশের কালচারের সাথে বেড়ে উঠেছে।

কিন্তু তিনি একজন বাঙালী মেয়ে এবং সে বাঙালী বউ কিছুদিন আগে মা হয়েছেন। তার এসব ছবি দেওয়া উচিত নয় অন্তত হলেও সাকিবের জন্য।সবাই আশা করছেন তিনি তার পুরোনো ছবি আর আপলোড দিবেন না।