• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

সাকিবকে ১ কোটি ১২ লাখ টাকায় কিনেছে করাচি কিংস


প্রকাশিত: ১:৩৬ এএম, ২২ ডিসেম্বর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫০ বার

sakibনিজস্ব প্রতিবেদক  :  পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান করাচি কিংসের হয়ে খেলবেন। পাঁচটি দল নিয়ে  আগামী বছরের ৪ ফেব্রুয়ারি দুবাইয়ে শুরু হবে এ আসর। আজ সোমবার সকালে ১৭১ জন বিদেশি ও ১৩৭ জন পাকিস্তানি খেলোয়াড়ের তালিকা নিয়ে শুরু হয়েছে খেলোয়াড় ড্রাফট পর্ব। দু’দিন ধরে চলবে এ প্রক্রিয়া। আজকের খেলোয়াড় বাছাই পর্বেই সাকিবকে সাকিবকে ১ কোটি ১২ লাখ টাকায় পেয়েছে করাচি কিংস।

পিএসএলে সর্বোচ্চ ক্যাটাগরি ‘প্লাটিনাম’ এ ছিলেন সাকিব আল হাসান। সর্বোচ্চ এই ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১ লাখ ৪০ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ১২ লাখ টাকা।

এদিকে, সাকিব ছাড়াও বাংলাদেশের আরো ১০ জন ক্রিকেটারকে টি-টোয়েন্টি ভিত্তিক পিএসএল বিদেশি বাছাই তালিকায় রাখা হয়েছে।তবে দ্বিতীয় ক্যাটাগরি ‘ডায়মন্ড’-এ নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার।

তবে পরের ক্যাটাগরি ‘গোল্ড’-এ আছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও শাহরিয়ার নাফিস। এছাড়া ‘সিলভার’ ক্যাটাগরিতে আছেন ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় ও মুমিনুল হক।