• শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪

‘সাইফুরস’-‘অবৈধ’ বললেন আইনমন্ত্রী এবং ঢাবি ভিসি


প্রকাশিত: ১১:৫৬ পিএম, ৬ মে ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৭৭ বার

স্টাফ রিপোর্টার   :   ইংরেজি শিক্ষার বেসরকারি প্রতিষ্ঠান ‘সাইফুরস’-কে ‘অবৈধ’ আখ্যায়িত করে 2অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। সে মোতাবেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দুজনেই। কিন্তু ইংরেজি শিক্ষার বেসরকারি প্রতিষ্ঠান ‘সাইফুরস’ অনুষ্ঠানটির স্পন্সর হওয়ায় ক্ষুব্ধ হয়ে আইনমন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ঢাবি উপাচার্যও এ সময় তার সঙ্গে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
1
অনুষ্ঠানটির স্পন্সর ‘সাইফুরস’ হওয়ায় আইনমন্ত্রী এ নিয়ে প্রশ্ন তোলেন এবং এ সময় সাইফুরসকে ‘অবৈধ’ বলেও আখ্যায়িত করেন তিনি।পরবর্তীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াই অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানে ডিআরইউর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী এ বিষয়ে পরবর্তীতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘আমরা সাংবাদিকরা পজিটিভ যেমন বলি, তেমন নেগেটিভও বলি। সাইফুরস নানা কারণে বর্তমান সময়ে বিতর্কের জন্ম দিয়েছে। যে কারণে আজকের এ অনাকাঙ্খিত ঘটনা ঘটল। আমরা আশা করব প্রতিষ্ঠানটি এ অবস্থা থেকে বের হয়ে আসবে।’