সাইফুর’সকে নিয়ে খুলনায় ষড়যন্ত্র IELTS মেলা-বন্ধের দাবি মাউশি’র
খুলনা থেকে সাইফুল বারী মাসুম : ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান সাইফুর’সকে নিয়ে এবার খুলনায় ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেছেন, সাইফুর’স এর IELTS মেলা-২০১৬ একটি ব্যতিক্রমধর্মী আয়োজন।এটা প্রথাগত কোন কোচিং নয়।
এলাকার বিশিষ্ঠ জনরা জানান, খুলনা অঞ্চলে ভাল মানের ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠানের অভাব অনেক দিনের। সেক্ষেত্রে IELTS মেলা’র মত বড় আকারে ইংরেজি শিক্ষার আয়োজন সাইফুর’স যেভাবে উদ্যোগ নিয়েছে সেটা সত্যিই ছিল প্রশংসনীয়। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী মহল বিশেষের প্ররোচনায় এই মহৎ উদ্যোগটি স্থানীয় শিক্ষার্থীদের ক্ষতির কারণ হয়ে দাড়াবে।
এদিকে সাইফুর’স বিরোধী মহলটির প্ররোচনায় IELTS মেলা-২০১৬ বন্ধের দাবি করে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর, খুলনা অঞ্চল ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, খুলনা অঞ্চলের পরিচালক টিএম জাকির হোসেন তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, সাইফুরস প্রচারিত প্রচারপত্রে কলেজ/ভার্সিটির শিক্ষকদের হেয় করার প্রচেষ্টা ও আগামী ১৭ মে-২০১৬ তারিখে অনুষ্ঠেয় IELTS মেলা -২০১৬ বন্ধের দাবি জানিয়ে খুলনা বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত খুলনা জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরাবর আবেদন করেছেন। যার স্বারক নং: মাউশি/খুঅ/২০১৬/১১২০।
আবেদনে উল্লেখ করা হয়, ‘বিতর্কিত কোচিং সেন্টার সাইফুরস প্রচারিত প্রচারপত্রে ইংরেজি শিক্ষা দান ও IELTS কোর্স করানোর নামে সম্মানিক কলেজ/ভার্সিটির শিক্ষক সমাজের প্রতি মর্যাদা হানিকর বক্তব্য প্রদান করা হয়েছে। সম্মানিত শিক্ষক সমাজের প্রতি অবজ্ঞাসূচক ও অমর্যাদাকর প্রচারপত্র বিলি করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ মেলা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো’।
টিএম জাকির হোসেন বলেন, আমি শিক্ষকদের হেয় করা ওই লিফলেট সংগ্রহ করি। এবং সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসককে বিষয়টি জানাই। পরে বিতর্কিত এ কোচিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ ও ১৭ মে মহানগরীর ৬১, শামসুর রহমান রোডের খুলনা শাখার মেলা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করি’।তিনি জানান, আবেদন জমা নেওয়ার পর অতিরিক্ত জেলা প্রশাসক আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
মেলার প্রচারণী লিফলেটের একাংশে লেখা হয়েছে- ‘ওবামার কাছে যেমন Spoken শেখা যাবে না, প্রিন্স চার্লসের কাছে IELTS কোচিং করে লাভ হবে না, তেমনি কলেজ/ভার্সিটির ইংরেজি শিক্ষকের কাছে Spoken বা IELTS করেও লাভ হয় না। কারণ, English –এ অনার্স-মাস্টার্স কোর্সের সিলেবাসে Spoken বা IELTS না থাকাতে তারা তো এসব পড়াতে অভ্যস্ত না। এগুলো গীবত নয়, বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া!’
‘Skill Test -এ মেলায় অংশ নিয়ে জিতে নিন ৭৫% পর্যন্ত স্কলারশীপে IELTS কোর্স করার দুর্লভ সুযোগ’। ‘IELTS সেরা স্কোর নিয়ে এখন মালয়েশিয়াতে খ্যাতনামা বিশ্ববিদ্যালয় পড়ছি’- ছবি দিয়ে এক শিক্ষার্থীর বক্তব্য প্রচার করা হয়েছে লিফলেটে।