সাংবাদিক শিমুলের মৃত্যুতে কাল শাহজাদপুরে আধাবেলা হরতাল
পাবনা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে গুলিবিদ্ধ হয়ে সমকালের প্রতিনিধি আবদুল হাকিম শিমুল মারা যাওয়ার ঘটনায় শনিবার শাহজাদপুরে অর্ধদিবস হরতাল আহ্বান করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিকেরা।
শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব ওয়াহিদ কাজল শুক্রবার হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুরের মনিরামপুরে বৃহস্পতিবার আওয়ামী লীগের দু’পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
এ সময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। পরে তিনি শুক্রবার দুপুরে যান।
আবদুল হাকিম শিমুলের মৃত্যুর খবর শুক্রবার ছড়িয়ে পড়লে শাহজাদপুরে স্থানীয় সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় তারা সাংবাদিক শিমুলের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
এদিকে সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতার দাবি করেছেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সাবেক সাধারণ সম্পাদক সমকাল ও এনটিভির স্টাফ রির্পোটার এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, পাবনা টেলিভিশন এবং অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান সভাপতি কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ।