সাংবাদিকেরা লেখনীর মাধ্যমে দেশকে সহযোগিতা করছেন: স্পিকার
স্টাফ রিপোর্টার.ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকেরা লেখনীর মাধ্যমে দেশকে সহযোগিতা করছেন। স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামসহ বিভিন্ন সময় সংবাদকর্মীদের ভূমিকা ছিল প্রশংসনীয়। এখন দেশের উন্নয়ন অগ্রগতির সংবাদ পরিবেশন করে বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।’
স্পিকার সরকারের কর্মকাণ্ডে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তথ্যবহুল সংবাদ পরিবেশনের জন্য সংবাদকর্মীদের আহ্বান জানান।শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপনাদের জন্য কাজ করছেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন জাতীয় সংসদে ইতিমধ্যে পাশ হয়েছে। সাংবাদিকদের আবাসনসহ অন্যান্য দাবিসমূহ বাস্তবায়নেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পুরুষের পাশাপাশি নারীরাও সাংবাদিকতার মত চ্যালেঞ্জিং পেশায় এগিয়ে আসছেন। তাদের প্রত্যেককে প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে হবে।’
শিগগিরই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম শুরু হবে বলেও এসময় জানান তিনি।স্পিকার বলেন, ‘সংবাদপত্র শুধু শক্ত জনমতই গঠন করে না, জনগণকে প্রভাবিতও করে। তাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতিবাচক জনমত তৈরি করতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে হবে।’
গণতন্ত্রকে শক্তিশালী করতে মানুষের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি।
শুধুমাত্র রাজধানীতে কর্মরত সংবাদিকদের কথা চিন্তা না করে সারাদেশের সাংবাদিকদের জন্য সুযোগ-সুবিধাসহ আবাসন সংকটের দাবি-দাওয়া নিয়ে কাজ করতে বিএফইউজে নেতৃবৃন্দকে আহ্বান জানান তিনি।
বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি এজাজ ইউসুফ, মধুসুধন মণ্ডল প্রমুখ। বিএফইউজে কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালের সঞ্চালনায় ১০ ইউনিয়নের সভাপতিরা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। স্বাগত বক্তৃতা রাখেন বিএফইউজের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘সীমান্ত চুক্তি, এমডিজি বাস্তবায়ন, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। কিন্তু একই সময়ে একটি অপশক্তি ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।’
সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত একজন সাংবাদিক হত্যারও বিচার হয়নি। সাংবাদিক হত্যার বিচার না হলে মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে, গণতন্ত্র পরাজিত হবে। বিচারহীনতা আরো একটি হত্যাকে উৎসাহিত করে।’সাংবাদিকদের সুরক্ষায় চুয়াত্তরে জাতির জনকের করা আইনটি যুগোপযোগী করে চালু করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তিনি।