সর্ব্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ প্রত্যাহার চাই-বিক্ষুদ্ধ আইনজীবীরা-প্রতিবাদ কর্মসূচি
স্টাফ রিপোর্টার : ষোড়শ সংশোধনী নিয়ে সর্বোচ্চ আদালতের দেয়া পর্যবেক্ষণ প্রত্যাহার চাই দাবিতে বিক্ষুদ্ধ আইনজীবীরা। ইতিমধ্যে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে আওয়ামী আইনজীবী পরিষদ। শনিবার সংবাদ সম্মেলন ডেকে এই কর্মসূচি ঘোষণা করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।ওই রায়ের প্রতিবাদে আগামী ১৩, ১৬ ও ১৭ অগাস্ট দুপুরে সারাদেশের আইনজীবী সমিতিতে এই প্রতিবাদ কর্মসূচি পালনের কথা জানানো হয়।
রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সদস্য সচিব শেখ ফজলে নূর তাপস। লিখিত বক্তব্যে বলা হয়, ষোড়শ সংশোধনী বাতিলের রায় সারাদেশের আইনজীবীদের সংক্ষুব্ধ করেছে।
রায়ে যে সমস্ত ‘আপত্তিকর, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অপ্রাসঙ্গিক’ পর্যবেক্ষণ রয়েছে, সেগুলো স্বতপ্রণোদিত হয়ে প্রত্যাহার করতে আদালতের প্রতি দাবিও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।