• মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪

“সর্বোচ্চ আদালতে সাজাপ্রাপ্ত অপরাধীরা কিভাবে কাল মন্ত্রিপরিষদ বৈঠকে বসবেন?”


প্রকাশিত: ৯:৪৭ পিএম, ২৭ মার্চ ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭৪ বার

shadin malik-www.jatirkhantha.com.bdসাইফুল বারী মাসুম  :  “সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত অপরাধীরা কিভাবে আগামীকাল সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে বসবেন?” এমন প্রশ্ন রেখে সুপ্রিম কোর্টের আইনজীবী  ও বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেছেন, “ আমার প্রত্যাশা হবে, আদালত অবমাননার দায়ে নৈতিক দায়িত্ব থেকে সরকারের দুই মন্ত্রী  আজকের মধ্যেই কোন একসময় পদত্যাগ করবেন।”

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিয‍ুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সর্বোচ্চ আদালত দোষী সাব্যস্ত করে রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে রোববার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে  তিনি  এ মন্তব্য  করেন।তিনি বলেন, তবে এটাও ঠিক যে আমাদের মন্ত্রিপরিষদে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্তরাও কিন্তু মন্ত্রী হিসেবে আছেন। তারা আপিল করেছেন ওই অজুহাতে, এটাও খুব দুর্ভাগ্যজনক।

এটা সর্বোচ্চ আদালতের রায়, সুতরাং আপিলের কোনো সুযোগ নাই, এটাই চূড়ান্ত রায়। তিনি বলেন, সর্বোচ্চ আদালত থেকে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত অপরাধীর মন্ত্রী হিসেবে বহাল থাকার কোনো নৈতিক অধিকার নেই। প্রতি সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক হয়। আগামীকাল সোমবার সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত অপরাধী কিভাবে মন্ত্রিপরিষদ বৈঠকে বসবেন?  সুতরাং আমার প্রত্যাশা হবে, আজকের মধ্যেই কোন একসময় তারা নৈতিক দায়িত্ব থেকে পদত্যাগ করবেন।