স্টাফ রিপোর্টার.ঢাকা:
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচির মাধ্যমে এই অবৈধ সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলুন। শনিবার গুলশানের একটি বাসায় সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি দমন ও রক্তাক্ত করে আরো মানুষ হত্যার পরিকল্পনা বাস্তবায়নে সরকার প্রশাসন রদবদলের পদক্ষেপ নিয়েছে।একই সঙ্গে বলব, সরকার বিভিন্ন স্থানে নিজেরা নাশকতা সৃষ্টি করছে, এই ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনে কর্মসূচি পালনে ব্যর্থ হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন।
অবরোধের মধ্যে গত কয়েকদিনে বিভিন্ন স্থানে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি-জামায়াত কর্মীরা। রাজধানীতে গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর এবং রেললাইন উপড়ানোর ঘটনাও ঘটছে।অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রিজভী বলেন, শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচির মাধ্যমে এই অবৈধ সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলুন।
‘নির্দলীয়’ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অবশ্যই সরকারকে এই মুহূর্তে পদত্যাগ করে স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, তার এই বক্তব্য বাতাসে অট্টালিকা নির্মাণের মতো। সারাদেশে লুটপাট, দখলদারিত্ব করে গোটা দেশকে তারা বিরাণ ভূমিতে পরিণত করেছে। সর্বত্র নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
গুলশানের কার্যালয়ে সাত দিন ধরে অবরুদ্ধ দলীয় প্রধানকে নিয়ে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার সামনে বিষাক্ত পেপার স্প্রে ছোড়া হয়েছে। গেইটে তালা ঝুলিয়ে আবার খোলা হচ্ছে। প্রতিদিন সরকার এভাবে নাটক করছে। এ থেকে বোঝা যায়, তাদের কোনো কাজই সঠিক নয়।
খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট অমিত শাহর ফোনালাপ নিয়েও সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেন রিজভী।গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছিলেন, বিজেপি সভাপতি খালেদার জিয়াকে ফোন করে তার খোঁজ-খবর নিয়েছেন। যদিও পরে বিজেপির নেতৃত্ব দুই নেতার মধ্যে ফোনালাপের মতো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন।
এ বিষয়ে রিজভী বলেন,তিনি (অমিত শাহ) টেলিফোন করে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ-খবর নিয়েছেন, তাকে অবরুদ্ধ করে রাখার নিন্দা জানিয়েছেন।এ নিয়ে সরকার নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিজেপি প্রধান বেগম জিয়াকে টেলিফোন করেছিলেন। এটাই সত্যি।আওয়ামী লীগের মন্ত্রী-নেতারা যা বলবে, তার বিপরীতটাই সত্য। এই সরকার মিথ্যার ওপর ভিত্তি করে নিষ্ঠুর-নির্মম দমন নিপীড়নের মাধ্যমে দেশ চালাচ্ছে।