• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

”সরকারের সন্ত্রাস বিরোধী কমিটি বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্র”


প্রকাশিত: ২:২১ পিএম, ১৯ সেপ্টেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

 
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে বিএনপিসহ বিরোধীদলের 1নেতাকর্মীদের গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই বর্ষীয়ান নেতা অভিযোগ করেন, সরকার আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে গ্রেফতার করা হচ্ছে। জঙ্গিবাদকে বিএনপি নির্মূলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। এতে প্রকৃত অপরাধীরা উৎসাহ পাচ্ছে।

তিনি দাবি করেন, বিএনপি উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি অতীতেও জঙ্গিদের গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করেছে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ নির্মূলে আন্তরিক নয়। যদি আন্তরিক থাকতো তাহলে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করে সন্ত্রাস প্রতিরোধ করতো। সন্ত্রাস নির্মূল সরকার কিংবা বিএনপির একার পক্ষে সম্ভব নয়।

বিএনপির এই নেতা বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন। সরকারদলীয় লোকদের চাঁদাবাজির কারণে এবারের ঈদ কেটেছে নিরানন্দে। তবুও সরকার নির্বিকার। এ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ।

নজরুল ইসলাম খান বলেন, দেশে ভোটারবিহীন সরকার থাকায় এবং মানুষের মৌলিক অধিকার না থাকায় উগ্রবাদ ও জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠেছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, এম আউয়াল খান, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ।