• শনিবার , ১১ জানুয়ারী ২০২৫

সরকারের পতন ঘটানোর শপথ নেবে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য-আমান


প্রকাশিত: ২:৩১ পিএম, ৮ ডিসেম্বর ১৪ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬১ বার

 

আমানউল্লাহ আমান স্টাফ রিপোর্টার.ঢাকা:
দ্রুত সময়ের মধ্যে বর্তমান সরকারের পতন ঘটানোর শপথ নেবে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির নেতা আমানউল্লাহ আমান।
আমানউল্লাহ আমান বলেন, ৫ জানুয়ারির তথাকথিত নির্বাচনের নামে বর্তমান আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে।
তৎকালীন সামরিক স্বৈরশাসক এরশাদের চেয়ে নিকৃষ্ট এক ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে সরকার—এমন অভিযোগ করে আমান বলেন, ‘এ অবস্থা আর চলতে দেওয়া যায় না। মেনে নেওয়া যায় না। আমরা ১৯৯০ সালে ১ অক্টোবরের মতো তৎকালীন ও বর্তমান ছাত্র নেতাদের সমন্বয়ে ঢাকায় একটি ছাত্র কনভেনশন করার সিদ্ধান্ত নিয়েছি।’
১৮ ডিসেম্বর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে ওই কনভেনশন হবে—এ তথ্য জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে কনভেনশনে উপস্থিত থাকবেন।
আমান বলেন, ‘আমরা শপথ নিতে চাই, খালেদা জিয়ার নেতৃত্বে দ্রুত সময়ের মধ্যে এই সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম প্রমুখ।