‘সরকারকে হেয় ও অপদস্থ করার চেষ্টা চলছে ভেতর ও বাইরে’
বিশেষ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার চেতনা নিয়ে সরকার যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে-তখন ভেতর ও বাইরে সরকারকে হেয় ও অপদস্থ করার চেষ্টা চলছে। এসব মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে সরকার। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কাছে ক্ষমতা মানে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন।
রোববার খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা যখন দেশে উন্নয়নের একটি গতিধারা শুরু করেছি, যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করেছি তখন সরকারের ভেতর ও বাইরে থেকে সরকারকে অপদস্থ করার চেষ্টা করা হবে সেটাই স্বাভাবিক। পরাজিত শক্তির দোসর, ৭৫ এর খুনিদের দোসররাতো এমনিতেই থেমে যাবে না।
তারা সবসময় সক্রিয় থাকবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাদের মোকাবেলা করেই আমাদের চলতে হবে। সেসব প্রতিবন্ধকতা পেরিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। শুধু দেশের ভেতর থেকেই না, ভেতর-বাইরে অনেক জায়গা থেকেই বাধা আসবে। সেই বাধা অতিক্রম করেই আমরা এগোচ্ছি।