‘সমকাম নাজায়েজ-এটা রুখতেই ৫০ জনকে হত্যা করে মতিন’
ফ্লোরিডা-অরল্যান্ড থেকে কাইয়ুম খান/ ইউ হোসেন খান : সমকাম নাজায়েজ-এটা রুখতেই ৫০ জনকে ব্রাশ ফায়ার করে হত্যা করে মতিন। এ অভিমত মতিনের বাবার। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে ‘পালস’ নামের নৈশক্লাবটিতে বন্দুকধারী মতিন ও তার সহযোগীদের হামলায় নিহতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৫৩ জন।
আক্রমণকারী বন্দুকধারীর পরিচয় সম্পর্কে কিছু তথ্য জানিয়েছে গণমাধ্যমগুলো।ওই বন্দুকধারীর নাম ওমর মতিন এবং বয়স ২৯। তার বাড়ি ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসিতে। সে একজন মার্কিন নাগরিক এবং তার বাবা-মা আফগান। ওমর মতিনের জন্ম নিউইর্য়কে।
পুলিশ অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে ওমর মতিনকে সনাক্ত করেনি। কেন ওমর মতিন সমকামী নৈশক্লাবে হামলা চালিয়েছে তার কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। উগ্রবাদী ইসলামপন্থীদের উস্কানিতে সে এমন কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ওমর মতিনের বাবা মির সিদ্দিক দিচ্ছেন ভিন্ন তথ্য। ধর্ম নয়, বরং সমকামীদের প্রতি ঘৃণা থেকে তার ছেলে এ কাজ করেছে।মতিন সমকামকে নাজায়েজ বলে মনে করত। আর এজন্যই সে নাইট ক্লাবে হামলা চালায়।তবে তিনি এও বলেন যে, ‘এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।’
মির সিদ্দিক বলেন, সম্প্রতি মিয়ামির শহরতলিতে এক সমকামী দম্পতিকে পরস্পরকে চুম্বন করতে দেখে তার উপস্থিতিতেই ক্ষোভ প্রকাশ করে ওমর মতিন। ওই ঘটনাই এই নির্মমতার কারণ হতে পারে বলে তিনি মনে করেন।
ওমর মতিনের বাবা বলেন, ‘তার (ওমর মতিন) স্ত্রী ও সন্তানের সামনে দুজন পুরুষকে পরস্পরকে চুম্বন করতে দেখে সে এবং এতে সে ক্ষিপ্ত হয়।’