• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

সমকামীতা বিস্তারের দায়ে আনসার আল ইসলাম খুন করেছে জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে


প্রকাশিত: ৯:৫০ পিএম, ২৬ এপ্রিল ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৭৫ বার

সাইফুল বারী মাসুম   :  হত্যার দায় স্বীকার করল আনসার আল ইসলাম। জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে হত্যার দায় স্বীকার 1করেছে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’। আনসার আল ইসলামের নামে খোলা টুইটার অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে এই দায় স্বীকারের বার্তা প্রচার করা হয়।

বাংলা ও ইংরেজিতে প্রকাশিত দায় স্বীকারের বার্তায় বলা হয়েছে, ‘আনসার আল ইসলাম (আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ শাখা) এর দুঃসাহসী মুজাহিদিনরা বাংলাদেশে সমকামিতা প্রসারের পথিকৃৎ, সমকামীদের গুপ্ত সংগঠন ‘রূপবান’ এর পরিচালক জুলহাজ মান্নান ও তার সহযোগী সামির মাহবুব তনয়কে হত্যা করেছেন।’