• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

সমকামীতার তত্ত্ব মার্কিন শিশু-কিশোর শিক্ষার্থীদের মন-চিন্তায় প্রভাব ফেলছে-


প্রকাশিত: ৪:৪০ পিএম, ১ জুলাই ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪২ বার

ggggggggggদি ডেইলি বিস্ট অবলম্বনে মন্নান সরকার.ঢাকা:

সমকামী বিয়ের আইনগত বৈধতা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস। কিন্তু অনেক শিশুই জানে না সমকামী বিয়ে কি। স্কুলে শিক্ষকদের কাছে সমকামীদের গল্প শুনে অবাক হয়ে বাবা-মার কাছে জানতে চায় সমকামী বিয়ে সম্পর্কে। তাতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে মার্কিন অভিভাবকদের।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অধিকাংশ স্কুলের শিক্ষার্থীর অভিভাবক স্কুলে সমকামীদের কাহিনী শুনে নিজের সন্তানরাও সমকামীতে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন। কিং এন্ড কিং বই পড়ে সমকামীর সংস্কৃতি পরিবেশ তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে।

লিজবনের স্কুলের কিশোর শিক্ষার্থীদের ওপর সমকামীদের গল্প নেতিবাচক প্রভাব পড়ছে। কিশোর-কিশোরীদের স্বাস্থের হানি ঘটছে। অনেক স্কুলে শিক্ষকরা ছাত্রদের কাছে গে’ শব্দটিকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে। সমকামীতার তত্ত্ব মার্কিন শিশু ও কিশোর শিক্ষার্থীঅদের মন ও চিন্তায় প্রভাব ফেলছে।

দক্ষিণ ক্যারোলিনার অভিভাবকরা কিং এন্ড কিং শোনে শিক্ষার্থীর ওপর প্রভাব পড়ছে বলে অভিযোগ করেছে। সমকামীতার তত্ত্ব বন্ধের দাবি জানান অভিভাবকরা।