• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

সব ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সন্ত্রাস বিরোধী ঐক্য গড়ে তুলুন-খালেদা


প্রকাশিত: ৮:০৩ পিএম, ৩ জুলাই ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২২২ বার

স্টাফ রিপোর্টার  :   দেশের চলমান পরিস্থিতি নিয়ে রোববার বিকেলে গুলশান কার্যালয়ে আয়োজিত 1সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় যাবে, সেটা আজ বড় কথা নয়। আজ আমরা যারা আছি, আগামীতে তারা কেউ হয়তো থাকবো না। দেশ থাকবে, জাতি থাকবে। সেই দেশ ও জাতির বর্তমান ও ভবিষ্যত আজ বিপন্ন।

বিএনপি প্রধান বলেন, আমরা যে যাই বলি, আমাদের কিছুই থাকবেনা, কোনো অর্জনই টিকবে না যদি আমরা সন্ত্রাস দমন করতে না পারি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি। তাই কালবিলম্ব না করে, আসুন আমরা সব ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সন্ত্রাস বিরোধী ঐক্য গড়ে তুলে শান্তিপূর্ণ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি।