• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

সব বয়ফ্রেন্ডদের তালাক দিয়ে বিপাশার বিয়ে-এক্সদের ‘নো এন্ট্রি’!


প্রকাশিত: ৩:০৫ পিএম, ১৬ এপ্রিল ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১৬ বার

3প্রিয়া রহমান   :  আগামী ৩০ এপ্রিল নায়িকা বিপাশা বসুর বিয়ে। বিয়ের আগে সব বয়ফ্রেন্ডদের তালাক দিয়ে বিপাশা বিয়েতে এক্সদের ‘নো এন্ট্রি’ও নিশ্চিত করেছেন।যাতে কোন ঝামেরায় পড়তে না হগয় সেজন্যই এ ব্যবস্থা।

Bipasa love-www.jatirkhantha.com.bdজানা গেছে, বিপাশা প্রেম করেছেন অনেক। এ বার স্ট্রেট বিয়ের পিঁড়িতে। কিন্তু কোনও প্রাক্তন বয়ফ্রেন্ডকেই নাকি বিয়েতে নেমন্তন্ন করছেন না বিপাশা বসু।
2
আগামী ৩০ এপ্রিল এই নায়িকার বিয়ে। শপিং, নিমন্ত্রণ সবই চলছে বেশ হিসেব করে। বিয়ের আসরে আসলে কোনও ঝামেলা চান না তিনি। তাই মিলিন্দ সোমন, ডিনো মরিয়া, জন আব্রাহাম এবং হরমন বাওয়েজাকে নাকি নিমন্ত্রণ করেননি বং-বিউটি। আর এঁদের মধ্যে নাকি একমাত্র জনের সঙ্গেই এখনও নায়িকার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।

1আগামী ২৮ এপ্রিল জুহুর একটি লাউঞ্জ বারে মেহেন্দির অনুষ্ঠান হবে বিপাশার। ৩০ এপ্রিল বাঙালি মতে বিয়ে করছেন। আত্মীয়-বন্ধুরা হাজির থাকলেও কোনওমতেই তাঁর পুরনো প্রেমিকদের ডাকছেন না বিপাশা।