• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

সব টিচার্চ ট্রেনিংয়ের সিলেবাস-পরীক্ষা পদ্ধতি আদালতে দাখিলের নির্দেশ


প্রকাশিত: ১১:০৯ এএম, ২৫ জুলাই ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০১ বার

স্টাফ রিপোর্টার  :   দেশের সকল সরকারি-বেসরকারি টিচার্চ ট্রেনিং কলেজের সিলেবাস ও পরীক্ষা দান 1পদ্ধতি দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কলেজগুলোর পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠান থেকে বিএড করা সংক্রান্ত ২০০৯ সালের একটি  সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের পর হাইকোর্ট ২০১৩ সালের ৭ জুলাই রায় দেন।

এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সোমবার আপিলের শুনানিকালে টিটি কলেজের সিলেবাস ও পরীক্ষাদান পদ্ধতি দুই সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেন আদালত।