• শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪

সবরিমালা মন্দিরে প্রবেশে নারীর ‘পবিত্রতা’ যাচাই-হবে শরীর স্ক্যান


প্রকাশিত: ১:২০ পিএম, ২৪ নভেম্বর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১১৫ বার

Women-bleed-www.jatirkhantha.com.bdরীতা দেবনাথ:   ভারতের মন্দিরে প্রবেশে এবার দিতে হবে ‘‘পবিত্রতার’’ পরীক্ষা। তা হলেই মিলবে মন্দিরে প্রবেশের অনুমতি। ‘শুচিতা’ যাচাই করতে করা হবে স্ক্যানও। কেরলের সবরিমালা মন্দির কর্তৃপক্ষের এই মন্তব্যে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই এ দেশে রজঃস্বলা অবস্থায় মন্দিরে প্রবেশের অনুমতি নেই।

অনুমতি নেই কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করারও। এই নিয়ে বিতর্ক, অসন্তোষ আগে থেকেই ছিল। এ বার কেউ রজঃস্বলা কি না সেটাও জেনে নিতে রীতিমতো তার শরীর স্ক্যান করার ইচ্ছা প্রকাশ করল মন্দির কর্তৃপক্ষ। স্বভাবতই এই নিয়ে দেশ জুড়ে নতুন করে এই বিতর্ক শুরু হয়েছে। মহিলারা ফেসবুকে #হ্যাপিটুব্লিড  নামের একটি ক্যাম্পেনও শুরু করে দিয়েছেন।সবরিমালা মন্দিরের প্রধান পুরোহিত মন্তব্য করে ছিলেন, ‘‘আমাদের দরকার মহিলাদের ‘শুচিতা’ যাচাইয়ের যন্ত্র। মন্দিরে তাঁরা প্রবেশ করতে পারবেন কি না তা হলে সহজেই বোঝা যাবে।’’

ফেসবুকের হ্যাপি টু ব্লিড-এর অফিসিয়াল পেজে বলা হয়েছে, “এই ধরনের মন্তব্য চরম পিতৃতান্ত্রিক মানসিকতার পরিচয়। যুগ যুগ ধরে চলে আসা নারী বিদ্বেষী বৈষম্যমূলক ভাবনার হাত শক্ত করে।’’
গত শনিবার থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেন। মহিলাদের অনুরোধ করা হয়েছে স্যানিটরি ন্যাপকিন, চার্ট পেপার বা প্ল্যাকার্ডে ‘‘হ্যাপি টু ব্লিড’’ লিখে নিজেদের ছবি ফেসবুকে পোস্ট করতে।শুধু মহিলারাই নন পিতৃতন্ত্র বিরোধী এই ক্যাম্পেনে সামিল হয়েছেন বহু পুরুষও।