• বৃহস্পতিবার , ২৩ জানুয়ারী ২০২৫

সন্ত্রাস তাড়িয়ে বেড়াচ্ছে তাড়াশ এমপি মিলনকে


প্রকাশিত: ৭:২৪ পিএম, ৬ নভেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৩২ বার

তাড়াশ প্রতিনিধি  :  এবার সন্ত্রাস তাড়িয়ে বেড়াচ্ছে তাড়াশ এমপি মিলনকে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দলীয় taras-mp-milon-www-jatirkhantha-com-bdকোন্দলের জেরে হামলার ঘটনায় মামলার পর থেকে গ্রেফতার আতংকে স্বজনদের নিয়ে গা-ঢাকা দিয়েছেন আওয়ামী লীগ এমপি গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন। তার সঙ্গে তার দুই ছেলে জর্জিয়ার মিলন জুয়েল, জাকির হোসেন রুবেল, জামাতা সাবেক উপজেলা যুবদলের সভাপতি গোলাম রব্বানী, ব্যক্তিগত সহকারী আরিফুল ইসলামসহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল সেখ বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১৫জনকে আসামি করে গত ১ অক্টোবর মঙ্গলবার তাড়াশ থানায় মামলা দায়ের করেন। মামলায় এমপি মিলনকে ইন্ধনদাতা ও হুকুমদাতা এবং বাকিদের হামলাকারী হিসেবে অভিযুক্ত করা হয়। এরপর থেকে তিনি পরিবারসহ গা ঢাকা দিয়েছেন।

এদিকে মামলা দায়েরের পর তাড়াশে পুলিশি অভিযানে এমপির ভাগ্নে তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল খালেককে গ্রেফতার করা হয়। বাকিরা এখনও পলাতক রয়েছেন। তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান, তাড়াশের বর্তমান পরিস্থিতি শান্ত। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার জানান, মামলার কারণে এমপি ও তার আত্মীয়-স্বজন তাড়াশ থেকে সটকে পড়ায় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জামিন নিয়ে ফিরে এলে আবারো নতুন করে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশংকা করছেন তিনি।

উল্লেখ্য, দলীয় কোন্দলের জেরে গত ৩০ অক্টোবর রোববার তাড়াশ উপজেলা আইন-শৃংখলা ও সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ এবং বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেনের সঙ্গে এমপি মিলন ও তার সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার পর উপজেলা চেয়ারম্যান আবদুল হকের ওপর নিজ কার্যালয়ে হামলা চালায় এমপি মিলনের সমর্থকরা। এতে উপজেলা চেয়ারম্যান আবদুল হক গুরুতর আহত হন।