• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত বাংলা এডিশনের সাংবাদিক বাদল-বিজেইউ’র তীব্র নিন্দা


প্রকাশিত: ১০:৩১ পিএম, ১৪ জানুয়ারী ২৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬ বার

স্টাফ রিপোর্টার : কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন বাংলা এডিশনের ‘ন্যাশনাল ডেস্ক ইনচার্জ’ সাংবাদিক বাদল হোসাইন। সোমবার দিবাগত রাত অনুমান ১২ ঘটিকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখিত সিঙ্গাইর সদর ইউনিয়নের বাসিন্দা জাহিনুর রহমান সৌরভ ও মুন্না সাংবাদিক বাদলের ওপর হামলা চালায় বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, সাংবাদিক বাদল হোসাইন কর্মস্থল থেকে একজন সঙ্গীসহ তার বাসার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তার সঙ্গীকে চারিগ্রামে নামিয়ে দিয়ে তিনি নিজ বাসায় যাচ্ছিলেন। এই সময় লাঙ্গুলিয়া ব্রিজের সামনে পূর্ব থেকেই অবস্থান নেয়া একদল সন্ত্রাস বাহিনী তার গাড়ি থামিয়ে দেশিয় অস্ত্র- রামদা, কুড়াল, লাঠি দিয়ে তার গাড়ি ভাংচুর করে।

সে সময় তাকেও মারধর করে আহত করে সন্ত্রাসী গ্রুপ। আহত করে তার গাড়িতে থাকা বাংলা এডিশন অফিসের ব্যবহৃত প্রায় দুইলক্ষ টাকা মূল্যের একটি ক্যামেরাও নিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলাকালে ধস্তাধস্তির একপর্যায়ে দু’জনের মুখোশ খোলে যাওয়াতে চিনতে পেরেছেন বলে জানান সাংবাদিক বাদল।

এ ঘটনার তীব্র নিন্দা ও চিহ্নিত ডাকাতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি (বিজেইউ) নেতৃবৃন্দ। মঙ্গলবার এক বিবৃতিতে অবিলম্বে ডাকাতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, সংগঠনের মুখপাত্র মনিরুল ইসলাম মানিক, মাহবুব আলম জীবন চৌধুরী, অলিউদ্দিন মিলন, আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব গাজী আবু বকর, যুগ্ম আহবায়ক শফিক রহমান, এবিএম মনিরুজ্জামান, এসএম আবুল হোসেন, মোমিন মেহেদী ও আফরোজা তালুকদার।