• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাসী ছিনতাইকারীদের টার্গেট বিকাশ এর টাকা


প্রকাশিত: ১:০৩ এএম, ১৫ আগস্ট ১৪ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩০০ বার

 

 

bikas sintaiশফিক আজিজি, ঢাকা :
সন্ত্রাসীদের টার্গেট এখন বিকাশ এর টাকা। এবার বিকাশ এজেন্টের অফিসের সামনে থেকে ছিনতাই হয়েছে সাড়ে ৪ লাখ টাকা।

পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আশরাফ উজ জামান বলেন, বিকাশের এই পরিবেশক প্রতিষ্ঠানকে টাকা বহনের সময় পুলিশের সহযোগি তা নিতে বলা হয়েছিল। কিন্তু তারা তা শোনেনি। তিনি বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে ১৯ জুন দিনে দুপুরে রাজধানীর উলন রোডে বিকাশ কর্মী ইরান মুন্সিকে গুলি করে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই, ২০ জুলাই পাবনার ঈশ্বরদীতে এক বিকাশ কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই, ১১ জুলাই সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বিকাশ কর্মীকে গুলি করে ২৪ লাখ টাকা ছিনতাই, ২২ জুন রাজধানীর উত্তরায় বিকাশ কর্মী মাহমুদুল আলম শাহিনকে গুলি করে ১১ লাখ টাকার বেশী ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এভাবে প্রতিনিয়ত টার্গেটে পড়ছেন বিকাশ কর্মীরা।

ভুক্তভোগীরা জানায়, এসব ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কোন ছিনতাইকারীকে যেমন গ্রেফতার করতে পারেনি তেমনি উদ্ধার হয়নি বিকাশ এজেন্টদের ছিনতাই হওয়া কোন টাকা।

রাজধানীর গোড়ানে ছিনতাইকারীরা আসিফ হোসেন (২৪) নামের বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের এক কর্মীকে গুলি করে সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। গুরুতর অবস্থায় আসিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৬২ উত্তর গোড়ানে (টেম্পো স্ট্যান্ড-সংলগ্ন) বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ‘আল জাস ট্রেডিং’ অবস্থিত। আজ বেলা আড়াইটার দিকে প্রতিষ্ঠানটির মাঠকর্মী আসিফ সাড়ে চার লাখ টাকা সংগ্রহ করে তাঁর কর্মস্থলের কাছে পৌঁছান। এ সময় তিনজন ছিনতাইকারী এলোপাতাড়ি গুলি করে আসিফের কাছ থেকে কালো কাপড়ের ব্যাগে থাকা টাকা ছিনতাই করে চলে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আসিফ হোসেন সাংবাদিকদের বলেন, বিভিন্ন স্থান থেকে টাকা সংগ্রহ করে তিনি কর্মস্থলে ফিরছিলেন। কাছাকাছি পৌঁছালে চার-পাঁচজন ছিনতাইকারী তাঁকে ঘিরে ফেলে। পরে এলোপাতাড়ি গুলি করে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে সাড়ে চার লাখ টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। তিনি বলেন, দুটি গুলি তাঁর বুকে ও পিঠে লাগে।

আল জাস ট্রেডিংয়ের কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ছিনতাইকারীরা প্রথমে বোমা ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এ ছাড়া প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তাঁদের অফিসের সামনে ঘটনা ঘটলেও তাঁরা ভয়ে কাছে যেতে সাহস পাননি। তিনি বলেন, এর আগে তাঁদের প্রতিষ্ঠানের ২০ লাখ টাকা ছিনতাই হলেও তা উদ্ধার হয়নি। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি।

গত ২০ মে রাজারবাগ টেলিকম মিলনায়তনের সামনের সড়কে বিকাশের একই প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।