• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাসীদের ধরতে প্রয়োজনে ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ: প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৯:৩১ পিএম, ১১ নভেম্বর ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫২ বার

hasina parlament-www.jatirkhantha.com.bdসংসদ রিপোর্টার:   সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে শেখ হাসিনা সাইবার ক্রাইম বন্ধে ও সন্ত্রাসী-জঙ্গিদের ধরতে প্রয়োজন হলে কিছুদিনের জন্য ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে।তিনি বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে স্বতন্ত্র সদস্য হাজী মোহাম্মদ সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সব ভালো কাজের কিছু খারাপ দিক আছে। ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ পাচ্ছে। এ সুযোগ ব্যবহার করে কিছু কিছু মানুষ ক্রাইম করছে। দুর্ভাগ্য হলো কিছু লোকের মন্দ কাজের জন্য অনেক সময় ভালো মানুষ কষ্ট পায়। তাই সন্ত্রাসী-জঙ্গিদের ধরার জন্য প্রয়োজন হলে কিছুদিনের জন্য হলেও ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে। যখন প্রয়োজন হবে, আমি এটা বন্ধ করব। বন্ধ করে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করা হবে।’সাইবার সন্ত্রাসে লিপ্ত অপরাধীদের ধরিয়ে দিতে প্রধানমন্ত্রী দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানান। এ ব্যাপারে গণমাধ্যমকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘দেশের জনগণের জানমাল রক্ষা ও নিরাপত্তার জন্য যে পদক্ষেপ নেয়া দরকার সরকার তা নেবে।’
তিনি বলেন, ‘যারা এ ধরনের সন্ত্রাস করছে তাদের পরিচয় কি? পরিচয় একটাই স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, জামায়াত, শিবির-বিএনপি। তারা একের পর এক ঘটনা ঘটাচ্ছে, ধরা পড়লেই তাদের এই পরিচয় পাওয়া যাচ্ছে।’