• শনিবার , ২৩ নভেম্বর ২০২৪

সন্ত্রাসবিরোধী সৌদি নয়া জোটে বাংলাদেশ


প্রকাশিত: ১১:১৭ পিএম, ১৫ ডিসেম্বর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

_83143752_83143751অনলাইন ডেস্ক   : সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ৩৪টি মুসলিম প্রধান দেশ নিয়ে একটি নতুন সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।এই জোটে বাংলাদেশও রয়েছে বলে জানিয়েছে রাশিয়ার আরটি টেলিভিশন। তবে ইরানকে এ জোটের অন্তর্ভুক্ত করা হয়নি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-এর প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সামরিক অভিযান সমন্বয় ও তাতে সহায়তা করতে সৌদি নেতৃত্বাধীন এ জোট গঠন করা হয়েছে। এটি হবে রিয়াদভিত্তিক।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আল সৌদ রিয়াদে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই জোট ইরাক, সিরিয়া, মিসর আর আফগানিস্তানে সন্ত্রাসী ও চরমপন্থিদের বিরুদ্ধে লড়াই করবে।’

আরটি জানিয়েছে, সৌদি নয়া জোটে বাংলাদেশ ছাড়াও রয়েছে তুরস্ক, মিসর, মালয়েশিয়া, পাকিস্তান, কুয়েত, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, বেনিন, চাদ, টোগো, তিউনিশিয়া, জিবুতি, সেনেগাল, সুদান, সিয়েরা লিওন, সোমালিয়া, গ্যাবন, গায়েনা, প্যালেস্টাইন, ক্যামরুজ, আইভরি কোস্ট, লেবানন, লিবিয়া, মালদ্বীপ, মালি, মরোক্কো, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া এবং ইয়েমেন।

এসপিএ-এর খবরে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে সহায়তার জন্য বন্ধুপ্রতিম শান্তিপ্রিয় দেশগুলো ও আন্তর্জাতিক জোটগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ইসলামিক স্টেটের (আইএস) মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বর্তমানে বেশ কয়েকটি সামরিক জোট রয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটে ৬৫টি দেশ রয়েছে। তবে খুব কম দেশই সক্রিয়ভাবে লড়াইয়ে অংশ নিয়েছে। সূত্র: বিবিসি, এএফপি, আরটি