• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

সদরঘাটে ঈদের অার্তনাদ-রেলিং ভেঙে ভাইবোন বুড়িগঙ্গায়-১জনের লাশ উদ্ধার


প্রকাশিত: ৬:৪৯ পিএম, ৫ জুলাই ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৮৯ বার

স্টাফ রিপোর্টার   :  সদরঘাটে রেলিং ভেঙে ভাইবোন বুড়িগঙ্গায়, একজনের লাশ উদ্ধার হয়েছে।দমকল Sadarghat-www.jatirkhantha.com.bdসূত্র জানায়, সদরঘাটের একটি প্লাটফর্মের রেলিং ভেঙে ভাইবোন নদীতে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বুড়িগঙ্গা থেকে সুমাইয়া নামের ৩ বছর বয়সী মেয়েটির লাশ উদ্ধার করেন তারা। তার ভাই সাকিব (০৬) এখনও নিখোঁজ বলে এই পুলিশ জানিয়েছে। এই দুই শিশুর বাবার নাম সুমন, তাদের বাড়ি শরিয়তপুরে।

ঈদ করতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য মঙ্গলবার সকালে মিরপুর থেকে সদরঘাটে আসেন ওই পরিবার।প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীদের চাপে ৯ নম্বর পন্টুনের রেলিং ভেঙে কয়েকজন যাত্রীসহ ওই দুই শিশু বুড়িগঙ্গায় পড়ে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও দুই শিশু তলিয়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।