• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

সংসদ ও বিচার বিভাগ মুখোমুখি নয়-আইনমন্ত্রী


প্রকাশিত: ১:৫০ পিএম, ৮ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৫৫ বার

স্টাফ রিপোর্টার  :  ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘোষণার পর বিচার বিভাগ নিয়ে সংসদ সদস্যরা 1যে বক্তব্য দিয়েছেন তাতে সংসদ ও বিচার বিভাগ মুখোমুখি নয় বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।রবিবার দুপুরে রাজধানীতে সাবরেজিস্ট্রারদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘রায়ের পর সংসদ সদস্যদের বক্তব্যে কিছুটা আবেগ থাকতে পারে। তবে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী যা আলোচিত হয় তা নিয়ে আদালতে কোনও প্রশ্ন তোলা যায় না। তারপরও দুটি প্রতিষ্ঠানের মধ্যে যতটুকু বিতর্ক হয়েছে তা গণতান্ত্রিক উপায়ে নিরসন করা সম্ভব।

এর আগে, গত বৃহস্পতিবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতের ভিত্তিতে উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে অর্পণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট।