• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

সংরক্ষিত নারী আসনের ভাগ্যবতীদের নাম ঘোষণা করল আওয়ামী লীগ


প্রকাশিত: ৬:১৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২৪ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬১ বার

 

লাবণ্য চৌধুরী : গণভবনে বুধবার দুপুরে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন আওয়ামী লীগ সভাপতি।

যারা মনোনয়ন পেলেন তারা হচ্ছেন, ১. পঞ্চগড়: রেজিয়া ইসলাম ২. ঠাকুরগাঁও: দ্রুপদী দেবী আগারওয়াল, ৩. নীলফামারী: আশিকা সুলতানা ৪. জয়পুরহাট: ডা. রোকেয়া সুলতানা, ৫. নাটোর: কোহেলী কুদ্দুস, ৬. চাঁপাইনবাবগঞ্জ: জেবিন মাহবুব, ৭. খুলনা: রুনি রেজা, ৮. বাগেরহাট: ফরিদা ইয়াসমিন, ৯. বরগুনা: ফারজানা সুমি, ১০. ভোলা: বিউটি, ১১. পটুয়াখালী: নাজনীন নাহার,

১২. নেত্রকোণা: নাদিয়া বিনতে আমিন, ১৩. কুমিল্লা: অ্যারমা দত্ত, ১৪. সাতক্ষীরা: লায়লা পারভীন, ১৫. খুলনা: মুন্নুজান সুফিয়ান, ১৬. গোপালগঞ্জ: বেদুরা আহমেদ সালাম, ১৭. ঢাকা: শবনম জাহান, ১৮. ঢাকা: সানজিদা খানম, ২০. রংপুর: ববি, ২১. বরিশাল: শাম্মী আহমেদ, ২২. বরিশাল: রুনি রেজা, ২৩.মুন্সীগঞ্জ: ফজিলাতুন্নেছা, ২৪. ঢাকা: শেখ আনার কলি পুতুল, ২৫. নরসিংদী: মাসুদা সিদ্দিকী, ২৬. টাঙ্গাইল: তারানা হালিম, ২৭.

গাজীপুর: মেহের আফরোজ চুমকি, ২৮. গাজীপুর: হাসিনা বারি, ২৯. গাজীপুর: নাজমা আক্তার, ৩০. গোপালগঞ্জ: নাজমা আক্তার, ৩১. লক্ষীপুর: ফরিদুন্নাহার লাইলী, ৩২. নোয়াখালী: কানন আরা বেগম, ৩৩. চট্টগ্রাম: শামিমা হারুন, ৩৪. চট্টগ্রাম: দিলারা ইউসুফ, ৩৫. চট্টগ্রাম: ওয়াসিকা খানম, ৩৬. চট্টেগ্রাম: সাহিদা তারেক ইতি, ৩৭. চট্টগ্রাম: পারুল আক্তার, ৩৮. নোয়াখালী: ফরিদা খানম, ৩৯. শরীয়তপুর: ঝর্ণা আক্তার, ৪০. ১৪ দলের অনুরোধে আনান আরা বেগম, ৪১. নরসিংদী: ফরিদা ইয়াসমিন, ৪২. খাগড়াছড়ি: ডরোথী, ৪৩. খুলনা: খালেদা রথী এবং ৪৪. ময়মনসিংহ: উম্মে ফারজানা সাত্তার।