• শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫

ষড়যন্ত্র করছে যুদ্ধাপরাধীদের সন্তানেরা-আইনমন্ত্রী হুশিয়ারী


প্রকাশিত: ৭:১০ পিএম, ৮ সেপ্টেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৫ বার

স্টাফ রিপোর্টার  :   আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের সন্তানেরা নানা ধরনের ষড়যন্ত্র করছে। এদের বিষয়ে 1সতর্ক থাকতে হবে।’

বৃহস্পতিবার বেলা তিনটায় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন ।

আইনমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের সন্তানদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা আমাদের মতো নির্দোষ নয়। তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে।’

যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে নতুন আইন প্রণয়নে বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে আনিসুল হক বলেন, যুদ্ধাপরাধীদের সম্পদ কীভাবে শহীদ পরিবার এবং সাধারণ জনগণের উপকারে আসে, তা পর্যালোচনা করা হচ্ছে। নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।