শয়তানকে পাথর মারতে গিয়ে হাজি পদদলন-নেপথ্য সৌদি প্রিন্সের নিরাপত্তা গাড়িবহর-ইঙ্গিত ইরানের?
আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার: ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা মিনায় পদদলনের ঘটনার দিন সৌদি এক প্রিন্সের গাড়িবহরের ভিডিও বলে দাবি করা হয়েছে।ইরান দাবি করে আসছে, প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের গাড়ি বহরের কারণে দুটি সড়ক বন্ধ করে দেওয়া হলে গত ২৪ সেপ্টেম্বর মিনার পথে পদদলনে হতাহতের ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে।
মিনা থেকে জামারাতে প্রতীকী শয়তানকে পাথর ছুঁড়তে যাওয়ার সময় পদদলনের ঘটনায় ৭৬৯ জনের মৃত্যুর খবর সৌদি কর্তৃপক্ষ দিলেও ইরানের দাবি, এ সংখ্যা অনেক বেশি।পদদলেনের ঘটনায় ইরানেরই ৪৬৪ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির খবরে।
ইউটিউবে আসা ভিডিওতে যে গাড়িবহর দেখানো হয়েছে, তা সৌদি প্রিন্সের কিনা, অথবা ভিডিওটি ওই সময়েরই কিনা- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।৪ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কালো রংয়ের জিপ, বড় বাস, অ্যাম্বুলেন্সের বিরাট একটি বহর থেমে থেমে চলছে। এক পাশে বহু মানুষ অপেক্ষায় আছেন, যাদের পরনে হজের ইহরাম।
ইরানের প্রেসটিভির লোগো সম্বলিত ভিডিওটি ইউটিউবে তোলা হয়েছে টিবি-থ্রি নামে একটি চ্যানেল থেকে।অভিযোগ অস্বীকার করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারল মনসুর তুর্কি বলেছেন, ওইদিন ভোরের পর থেকে দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে কোনো গাড়িবহর যায়নি; চলাচলের পথও বন্ধ করা হয়নি।