• রোববার , ২২ ডিসেম্বর ২০২৪

শয়তানকে পাথর মারতে গিয়ে মিনায় পদদলিত হয়ে কমপক্ষে আড়াইশ হাজির মৃত্যু


প্রকাশিত: ৩:১২ পিএম, ২৪ সেপ্টেম্বর ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮৬ বার

Mideast Saudi Hajjসৌদি আরব থেকে গোলাম কিবরিয়া:  সৌদি আরবের মক্কার বাইরে মিনায় শয়তানকে পাথর মারতে গিয়ে পদদলিত হয়ে আজ বৃহস্পতিবার কমপক্ষে আড়াইশ হাজির মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সিভিল ডিভেন্সের কর্মকর্তারা।আহত হয়েছেন কমপক্ষে  হাজার খানেক হাজি। সৌদি আল অ্যারাবিয়া আজ দুপুরে এ তথ্য ছেপেয়ে তাদের অনলাইন সংস্করণে।সৌদি সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জাতিরকন্ঠ প্রতিবেদকের কাছে এ তথ্য’র সত্যতা নিশ্চিত করেছেন।
Mideast Saudi Hajj Stampedeতবে পদদলিত হওয়ার ঘটনায় নাশকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, একজন বৃদ্ধ হাজি পড়ে যাওয়ার রেশ ধরে ঘটনার সূত্রপাত।এরপর ওই বৃদ্ধ হাজি আর উঠে দারাতে পারেননি।তার ওপর পড়ত থাকে একের পর এক হাজি।এরপর পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

এর আগে গত চল্লিশ বছরে সৌদি আরবে হজ করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনা ও রোগ ভুগে অন্তত তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে।২০০৬ সালে কাবা শরিফের কাছে একটি বহুতল হোটেল ভবন ধসে ৭৬ জন নিহত হন।নিকট অতীতে হজ মৌসুমে সবচেয়ে হতাহতের ঘটনা ঘটে ১৯৯০ সালের ২ জুলাই। ওই ঘটনায় একটি সুড়ঙ্গে পদদলিত হয়ে ১ হাজার ৪২৬ জনের মৃত্যু হয়।