শ্রীমঙ্গলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুয়েত সামরিক বাহিনীর প্রতিনিধি দলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এঘটনায় পাইলটসহ কুয়েত সামরিক বাহিনীর উচ্চপদস্থ ৩ কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পে এ ঘটনাটি ঘটে। এতে কুয়েত সেনাবাহিনীর ৩ মেজর জেনারেল ও বাংলাদেশ সেনাবাহিনীর এক পাইলট আহত হয়েছেন।
আহতরা হলেন- কুয়েত সামরিক বাহিনীর মেজর জেনারেল খালিদ আহমদ আব্দুল্লাহ ও আলী আল বাসার। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জাহির হোসেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিপন চন্দ্র দাস জাতিরকন্ঠকে জানান, আহতদের মধ্যে দু’জন বিজিবি কর্মকর্তা,বাকি ৩’জন বিদেশি নাগরিক।
বিজিবি কর্মকর্তারা হলেন- লেফটেন্যান্ট মেহেদী ও সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. ফরহাদ। জানা যায়, কুয়েত সামরিক বাহিনীর প্রতিনিধি দল ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসেন।
বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার করে তারা শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পে অবতরণের সময় হেলিকপ্টারটি রানওয়ে থেকে ছিঁটকে পড়ে বিধ্বস্ত হয়। কুয়েত সেনাবাহিনীর এই প্রতিনিধি দল শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান রিসোর্টে এক অনুষ্ঠানে যোগদান করতে আসেন। এর আগে ১লা জানুয়ারি কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল খদরের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসেন।