• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

শ্রীপুরে অবৈধ গ্যাস সংযোগ ঠেকাতে কৃষকের পক্ষে আদালতের নিষেধাজ্ঞা


প্রকাশিত: ২:০৪ এএম, ৯ ফেব্রুয়ারি ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯৮ বার

মোস্তফা কামাল প্রধান:  ggগাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচ্ছিন্ন ও সীলগালা করা অবৈধ গ্যাস সংযোগ পুনরায় দেয়ার চেষ্টা ঠেকাতে আদালতে এক কৃষকের আবেদনের প্রেক্ষিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন  গাজীপুর আদালত। শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের মৃত আব্দুছ ছালাম ফকিরের ছেলে কৃষক সফিকুল ইসলামের আবেদনের ভিত্তিতে গত মঙ্গলবার আদালত নিষেধাজ্ঞাটি দিয়েছেন। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাহেনুল ইসলাম এ নিষেধাজ্ঞার রায় দেন।

আবেদনে একই গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে আমিনুল ইসলাম, নুরুল ইসলাম ও সিরাজুল হকের ছেলে নজরুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে। গাজীপুর আদালতের আইনজীবি আব্দুল­াহ আল আমীন শ্যামল জানান, কৃষক সফিকুল ইসলামের লিচু বাগানের ভেতর দিয়ে অভিযুক্তরা বেশ কয়েক দিন যাবৎ ভ্রাম্যমাণ আদালতের বিচ্ছিন্ন ও সীলগালা করা অবৈধ গ্যাস লাইন পুনরায় সংযোগ এবং তা বিক্রি করার পাঁয়তারা চালাচ্ছে।

ফলে কৃষক ব্যক্তিগতভাবে সরকারি লোকজনের দ্বারা মানহানি ও হয়রানির আশঙ্কা করছেন। এছাড়াও অবৈধ গ্যাস সংযোগের ফলে সরকারি রাজস্ব ক্ষতি হওয়ার বিষয়টি কৃষক আদালতকে অবহিত করেন। এ ব্যাপারে তিনি আদালতের কাছে নিষেধাজ্ঞা চেয়েছেন।

আদালত কৃষকের আবেদন আমলে নিয়ে তার লিচু বাগানের ভেতর দিয়ে অভিযুক্তদের অবৈধ গ্যাস সংযোগে, প্রাথমিক অবস্থায় অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। স্থানীয় পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের ও নির্দেশ দেন।