• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীনগরে মহাসাধক আব্দুস সাত্তার দেওয়ান চিশতীর ১৯তম ওরশ মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত: ৮:৫৪ পিএম, ১২ মার্চ ২১ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩৫৮ বার

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হলো মহা সাধক আব্দুস সাত্তার দেওয়ান চিশতীর ১৯তম পবিত্র ওরশ ও দোয়ার মাহফিল। বুধবার ৩ মার্চ ২০২১ উপজেলার বাগবাড়ি গ্রামে ৫ হাজারের বেশি মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দেওয়ানি-ই খাজা শেষ দর্শন দরবার শরীফে এই মাহফিল। মাহফিলে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প প্রতিমন্ত্রী, আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এমপি, বিশেষ অতিথি ছিলেন, রেজওয়ান আহম্মদ তৌফিক, সংসদ সদস্য কিশোরগঞ্জ -৪, অ্যাডভোকেট মো: সোহরাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ ২, মো: গোলাম সারোয়ার কবির,সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ।

মাহফিল উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার। মাহফিলে দরবার শরীফের গদ্দিনশীন লিটন দেওয়ান চিশতীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ আশেকী আল ক্বাদেরী। প্রধান আর্কষণ ছিলেন মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ, বিশেষ বক্তা ছিলেন, মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী, মাহফিলে চিশতীয়া, কাদেরীয়া তরিকার অনুসারী, আহলে বায়েত ও পাক পান জাতনের অনুসারী, আশেকানে আউলিয়া, সুফি ও ফকির দরবেশদের উপস্থিতিতে জেকের আজকার, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।