• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

শ্রীদেবীকন্যা ও অক্ষয়পুত্রের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তোলপাড়


প্রকাশিত: ৬:৪৯ পিএম, ২৭ জুন ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৫১ বার

 

বিনোদন রিপোর্টার : বিগ বি অমিতাভের নাতনি নব্য নভেলি আর শাহরুখপুত্র আরিয়ান খানের 1সখ্যতা, সময় কাটানো, ঘুরে-বেড়ানো আর পার্টির উন্মাদনার গল্প বেশ পুরনো।

এবার একই রকম গল্পের জন্ম দিয়েছেন নায়িকা শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবং অক্ষয় ও টুইঙ্কেলের ছেলে আরাভ কুমার।

সম্প্রতি হয়ে যাওয়া এক পার্টিতে একসঙ্গে দেখা যায় খুশি ও আরাভকে। পার্টিতে পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ের আলিয়াহ কাশ্যপও উপস্থিত ছিলেন। বেশ জমজমাট পার্টি করেন তারা।

তবে পার্টির ছবি প্রকাশ হয়ে যাওয়ার পরই আলোচনা-সমালোচনার ঝড় উঠে। অন্তঃজালের দুনিয়ায় শুরু হয় তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিনোদনের ওয়েবসাইটগুলোতে এখন কেবল সেই পার্টির গল্প ও আলোচনাই ভেসে বেড়াচ্ছে।

আর এই গল্পগুলো যেন সহজভাবে বুঝিয়ে দিচ্ছে- বি টাউনের তারকাদের চেয়ে তাদের উত্তরসূরিরাও কোনো অংশে কম নন। তারকা না হয়েও লাইম লাইটে আসতে পারেন তারাও।