• সোমবার , ১৮ নভেম্বর ২০২৪

শ্রমিকদের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী-অধিকার আদায়ের জন্য রুখে দাঁড়াতে হবে: খালেদা


প্রকাশিত: ৭:১০ পিএম, ১ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

 

ডেস্ক রিপোর্ট : মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের উন্নয়নে কাজ hasina khalada-www.jatirkhantha.com.bdকরছে সরকার।শ্রমিকদের নিয়ে সকলের মাঝে দায়িত্ববোধ থাকতে হবে বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করা হবে।রবিবার বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন, অধিকার আদায়ের জন্য দেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে।রবিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, মে দিবস রক্ত দিয়ে অধিকার আদায়ের ইতিহাস।
শ্রমিকদের উন্নয়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

2প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করা হবে। এটা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের স্মার্টকার্ড দেয়া হয়েছে। এর মাধ্যমে তারা সেখানে কোনো সমস্যায় পড়ছে কিনা সে বিষয় খতিয়ে দেখছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। আমরা মাথা উচু করে চলতে চাই। এজন্য কারো কাছে ভিক্ষা চেয়ে নয়। নিজেদের সম্পদ ও মেধা দিয়েই সকলে মিলে দেশকে গড়ে তুলতে হবে।

শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার এক পর্যায়ে শেখ হাসিনা তৈরি পোশাককর্মীতের ন্যূনতম বেতন ৫ হাজার টাকা নির্ধারণের কথা বলেন।তিনি বলেন, ‘শ্রমিকদের জন্য বারগেইনিং এজেন্ট বলতে আমিই ছিলাম। শ্রমিকরা কিন্তু আমার কাছে দাবি নিয়ে আসেনি। আমি মালিকদের সঙ্গে কথা বলে করে দিয়েছি। বেতনটা বৃদ্ধি করি।’

‘কথা রাখার জন্য’ পোশাক শিল্প মালিকদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। মে দিবসের এই আলোচনা সভায় শিল্পের স্বার্থে মালিক-শ্রমিক সুসম্পর্কের উপর জোর দেন তিনি।

এরপর দুনিয়ার মজদুর এক হও স্লোগানে বক্তব্য শেষ করেন তিনি।
প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রীয়ভাবে মে দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বিকালে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।আলোচনা অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও অংশ নেবেন শ্রমিক লীগ ও শ্রমিক ইউনিয়নের নেতারা।
অধিকার আদায়ের জন্য রুখে দাঁড়াতে হবে : খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, 1অধিকার আদায়ের জন্য দেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে।রবিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, মে দিবস রক্ত দিয়ে অধিকার আদায়ের ইতিহাস। তাই মে দিবসের শিক্ষা নিয়ে আমাদের অধিকার আদায় করতে হবে। এই সরকারের কাছে শুধু শ্রমিক কেন কোনো মানুষের কোনো অধিকার নেই। তাই নিজেদের অধিকার আদায়ে সকলকে আন্দোলন করতে হবে।

বিকেল সাড়ে ৩টার মধ্যে খালেদা জিয়ার সভাস্থলে পৌঁছানোর কথা থাকলেও তিনি সোহরাওয়ার্দীতে পৌঁছান বিকাল সোয়া ৪টার পর। তিনি মঞ্চে ওঠার সময় নেতাকর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। খালেদা জিয়া হাত নেড়ে শ্রমিকদের অভিনন্দনের জবাব দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ শ্রমিক দলের নেতারা সভামঞ্চে উপস্থিত ছিলেন।

এর আগে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বেলা দেড়টার দিকে সমাবেশ শুরু হয়। নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে হাজির হতে থাকেন দুপুর থেকেই। এ সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে উদ্যান এলাকায় মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন মিলনায়তনে পুলিশের জলকামাল, প্রিজন ভ্যানও প্রস্তুত দেখা গেছে। এর মধ্যেও খালেদা জিয়া পৌঁছানোর ঘণ্টাখঅনেক আগে মঞ্চের পশ্চিম দিকে সামনের অংশে বসা নিয়ে শ্রমিকদের মধ্যে পানির বোতল ছোড়াছুড়ি হয়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।