• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থমথমে পরিস্থিতি এলাকায় আতংক উদ্বেগ


প্রকাশিত: ১১:৪৪ এএম, ৮ জুলাই ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৫৮ বার

বিশেষ প্রতিনিধি  :   বাংলাদেশে গুলশানে ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে উদ্বেগের মধ্যেই কিশোরগঞ্জের sholakia_attack-www.jatirkhantha.com.bdশোলাকিয়ায় ঈদের দিনে সবচেয়ে বড় ঈদের জামাতের কাছে জঙ্গি হামলায় চারজন নিহত হবার পর সেখানকার পরিস্থিতি এখনো থমথমে।

সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে চলছে তল্লাশি।এলাকাবাসি জানিয়েছেন, ঘটনার পর শোলাকিয়ায় ঈদের সময়ের প্রাণচাঞ্চল্যের বদলে এক ধরণের থমথমে ভাব বিরাজ করছে। রাস্তায় জনসমাগম নেই বললেই চলে। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে।

এছাড়া ঘটনাস্থলের পাশের স্কুলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে।এদিকে, যেহেতু সন্ত্রাসীদের চেনা যায়নি, ফলে সন্দেহ রয়েছে এমন জায়গাগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা।পুলিশ জানিয়েছে নিহত চারজনের দুজন পুলিশের সদস্য, একজন সাধারণ মানুষ এবং অন্য একজন হামলাকারী।অন্তত একজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।

এদিকে, এ ঘটনা যখন ঘটে, ভেতরকার মুসল্লিরা এ ব্যাপারটি জানতেন না।তাদের অনেকেই বলছেন, হামলার ঘটনার খবর যদি ভেতরে ছড়িয়ে পড়ত বা হামলা ভেতরে হত, তাহলে পরিস্থিতি অনেক ভয়াবহ হতে পারত।