• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

শোয়েব মালিকের নয়া ইনিংস


প্রকাশিত: ৫:১৫ পিএম, ২০ জানুয়ারী ২৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০৬ বার

 

স্পোর্টস ও বিনোদন রিপোর্টার : সানিয়াকে ত্যাগ করে নয়া ইনিংস শুরু করে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। দেশটির জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদের গলায় মালা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে সানার সঙ্গে ছবি প্রকাশ করে ভক্তদের নিজের বিয়ের খবর জানিয়েছেন মালিক। জানা গেছে, শোয়েবের তৃতীয় স্ত্রী সানা জাভেদ পেশায় একজন অভিনেত্রী। তিনি পাকিস্তানের টেলিভিশনের জনপ্রিয় মুখ। ২০১২ সালে শেহর ই জাত ধারাবাহিকের মাধ্যমে পর্দায় অভিষেক হয় সানার। এরপর আরও কিছু ধারাবাহিকে কাজ করেন তিনি।

পাকিস্তানের টেলিভিশন জগতে ‘খানি’ নামক একটি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান সানা। লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন এই অভিনেত্রী। এছাড়াও সানা জাভেদ অভিনীত রুসওয়াই এবং ডাঙ্ক ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল পাকিস্তানজুড়ে। শোয়েব মালিককে বিয়ের আগেও এক পাকিস্তানি সংগীতশিল্পীকে বিয়ে করেছিলেন তিনি।

২০২০ সালে সেই বিয়ের বিচ্ছেদ ঘটে তিন বছরের মাথায়। এর মধ্যেই শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এই ক্রিকেটারের গলাতেই মালা দিয়েছেন অভিনেত্রী। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম বদলে ফেলেছেন সানা। নামের পাশে যোগ করেছেন শোয়েবের নাম। প্রকাশ করেছেন বিয়ের একাধিক ছবি।

উল্লেখ্য, ২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন শোয়েব মালিক ও সানিয়া মির্জা। ২০১৮ সালে তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। বছর খানেক ধরেই সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এই তারকার কেউই তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। এরই মধ্যে সবাইকে চমকে দিয়ে শনিবার (২০ জানুয়ারি) নিজের তৃতীয় বিয়ের খবর জানালেন মালিক।