• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

শুভ নববর্ষের ধুনুচি নাচ নেচে পান্তা ইলিশ খেলেন সাকিবরা


প্রকাশিত: ১১:০৪ এএম, ১৫ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৭৯ বার

স্পোর্টস রিপোর্টার   :  শুভ নববর্ষের ধুনুচি নাচ নেচে পান্তা ইলিশ খেলেন সাকিবরা।মুম্বই 1ইন্ডিয়ান্সের কাছে হেরে 2গেলেও বেশ ফুরফুরে মেজাজেই আছে কেকেআর শিবির। বৃহস্পতিবার সন্ধ্যায় টানা ছ’টি অ্যাওয়ে ম্যাচ খেলতে শহর ছাড়ল গম্ভীর-বাহিনী। তার আগে এ দিন সকালে স্পনসরদের ফোটোশুটে ধুনুচি নাচ নাচলেন আ1ন্দ্রে রাসেল, ব্র্যাড হগ সাকিবরা। নববর্ষের শুভেচ্ছা জানালেন সমর্থকদের।

দলের ছেলেরা যখন এ রকম মেজাজে, তখন দলের মালিক শাহরুখ খানকেও একই রকম মেজাজে পাওয়া গেল সন্ধ্যায় সোনির স্টুডিওয়। সেখানে তিনিও বলেন, ‘‘কাল যখন দল ইডেনে খেলছিল, তখন আমি লন্ডন থেকে দেশে ফিরছিলাম। এয়ারপোর্টে শুনি বেশ টানটান ম্যাচ হচ্ছে। বাড়ি ফিরে শুনি জিততে পারেনি। কী আর করা যাবে? মুম্বইও তো ভাল ব্যাটিং করেছে। সবে শুরু। এখন অনেকটা বাকি লিগের। আশা করি সামনের ম্যাচগুলো আমাদের দল জিতবে।’’

বাংলা নববর্ষ উপলক্ষে ধুনুচি নাচ নাচার পর রাসেল আবার ভাঙা বাংলায় বললেন, ‘শুভ-নব-বর্ষ’। উমেশ যাদব, সাকিব আল হাসান, সূর্য কুমার যাদবরাও বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানালেন। গৌতম গম্ভীর আবার শুভেচ্ছা জানিয়ে বাংলাতেই বলেন, ‘‘আপনাদের সারা বছর ফাটাফাটি কাটুক।’’ নতুন বছরের খুশিতে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছিল সাকিবের।

তিনি এক নামী বাঙালি রেস্তোঁরায় চলে যান ইলিশের সন্ধানে। কিন্তু সেখানে তা না পেয়ে টিম হোটেলেই বিশেষ অর্ডার দিয়ে ইলিশের আশা পূর্ণ করেন। বিকেলে হায়দরাবাদ রওনা হওয়ার সময়ও বেশ খোশ মেজাজেই পাওয়া গেল গম্ভীরদের। আগের রাতে মণীশ পাণ্ডে বলেন, ‘‘এই হার থেকে আমরা অনেক কিছু শিখলাম। যেগুলো পরের ম্যাচগুলোতে কাজে লাগবে।’’ এ দিন দলের চেহারায় মণীশের কথাগুলোরই প্রতিফলন দেখা গেল যেন। হায়দরাবাদ, মোহালি, পুণে, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুতে খেলে গম্ভীররা ৩ মে ফিরবেন শহরে।