• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

শিশু বিক্রি নিয়ে তুলকালাম


প্রকাশিত: ৯:১৩ পিএম, ১৮ এপ্রিল ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯২ বার

বিশেষ প্রতিনিধি :  এবার চার দিনের শিশু বিক্রি নিয়ে তুলকালাম কান্ড ঘটেছে রাজধানীর মগবাজার চৌরাস্তা মোড়ে।বুধবার 4 day age baby-www.jatirkhantha.com.bdদুপুরে ঘটে এ ঘটনা। যে শিশু নিয়ে ঘটনা সে দুনিয়ার আলো দেখেছে চারদিন হলো মাত্র। এরি মাঝে ওকে নিয়ে কেনা বেচা। যে মা দশ মাস গর্ভে ধরেছেন, সেই মা-ই বিক্রির জন্য খদ্দের ডেকেছেন। কোলের সন্তান বিক্রির জন্য আরেক নারীর কাছ থেকে ৫০ হাজার টাকাও নিলেন। এরপর মাদকাসক্ত বাবা সন্তান বিক্রির টাকা নিয়ে পালালে ঘটে নাটকীয় ঘটনা।

এরপর থানা পুলিশ.. হওয়ার কথা। কিন্তু ট্রাফিক পুলিশ সে দায়িত্ব পালন করতে পারেনি।এর ফাঁকে
শিশুর মা শিশুটিকে পালিয়ে যেতে সক্ষম হয়। সরেজমিনে প্রত্যক্ষদর্শীরা জাতিরকন্ঠকে জানান, হাতিরঝিল সংলগ্ন মগবাজার ফ্লাইওভারের নিচে  শিশুটিকে নিয়ে কাড়াকাড়ি চলছিল। ঘটনা দেখে সিগন্যালে দাঁড়িয়ে থাকা তিনজন পুলিশ সদস্য চলে আসে। আলোচনায় জানা গেলো চারদিনের শিশুকে বুকে আগলে রাখা নারী-ই ওর মা। ভেঙে পড়া শরীরে বুকফাটা চিৎকার করছে আর মাটিতে লুটে পড়ছে। নাম স্বপ্না। ফ্লাইওভারের নিচের ফুটপাতেই বসবাস। পলিথিনে মোড়া টংসম ঘরটিতেই জন্ম দিয়েছেন প্রথম সন্তান।

এর পর মনি জানালেন শিশু বিক্রির খবর। সন্তান পেটে থাকতেই বিক্রির কথা বলেছিলেন বলে, ফুটপাতে বসবাসকারী অন্যরাও জানানেল। সন্তান বেচার কথা শুনে হাতিরপুলের মনি আক্তার নামের এক বিধবা এসেছেন টাকা নিয়ে। সব ঠিকঠাক করে স্বপ্নার হাতে ৫০ হাজার টাকাও দিয়েছেন। ঠিক ওই মুহূর্তেই যেন ঘটনা ঠিক উল্টো দিকে মোড় নেয়। স্বপ্নার হাত থেকে টাকা কেড়ে নিয়ে দৌড়ে পালায় স্বামী। নেশাগ্রস্ত স্বামীর পেছনে ছুটেও আর আটকানো যায়নি। অন্যদিকে মায়ের কাছ থেকে শিশুটিকেও নিয়ে নেয় মনি আক্তার।

শিশু এবং টাকা না পেয়ে নিঃস্ব স্বপ্না চিৎকার করতে থাকে। এক পর্যায়ে ছেলে ধরা বলে চিৎকার করতে থাকলে লোকজন ছুটে আসে। মনি আক্তারের কাছ থেকে সন্তান কেড়ে নেয় স্বপ্না। চিৎকার শুনে পুলিশেও ছুটে আসে। বিব্রতকর অবস্থায় পড়ে সন্তান দত্তক নিতে আসা মনি।

মনি আক্তার বলেন, স্বপ্না ও তার স্বামী মিলেই সিদ্ধান্ত নিয়েছিল শিশুটিকে আমার কাছে দত্তক দিতে। বিনিময়ে ৫০ হাজার টাকা চেয়েছিল। আমি স্বপ্নার হাতে টাকা দিই। এরপর টাকা নিয়ে দৌড়ে পালালো স্বামী। এখন শিশুও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। অন্যদিকে সন্তানের মা স্বপ্না বলেন, আমি সন্তান বিক্রি করতে চাইনি। সে আমার স্বামীর হাতে টাকা দিয়েছে। সে টাকা নিয়ে পালায়া গেছে। আমার সন্তানকে বিক্রি করব না।কথা বলার এক পর্যায়ে সন্তানকে বুকে চেপে দৌড় দেয় স্বপ্নাও। পুলিশও দৌড় দেয় স্বপ্নাকে ধরতে।কিন্তু না…।