‘শিক্ষার্থীদের উত্তেজিত করা হচ্ছে’
স্টাফ রিপোর্টার : নিরাপদ সড়কের দাবিতে সাতদিন ধরে আন্দোলন করছে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এদিকে, শিক্ষার্থীদের আন্দোলন আওয়ামী লীগ সরকার মেনে নিয়ে সব দাবি বাস্তবায়ন শুরু করেছে বলে এক ফেইসবুক স্ট্যাটাসে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। স্ট্যাটাসে কোটা আন্দোলনকারীদের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
আজ শনিবার দুপুরে ফেইসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন-নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের সকল দাবিই আমাদের আওয়ামী লীগ সরকার মেনে নিয়েছে এবং ইতিমধ্যেই বাস্তবায়নও শুরু করে দিয়েছে। পুলিশকে নির্দেশনা দেয়া ছিল অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে একটি গোষ্ঠী অনলাইনে মিথ্যা তথ্য ও আগের ছবি পোস্ট করে শিক্ষার্থীদের উত্তেজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।