• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

শিক্ষাভবনে টেন্ডার নিয়ে ছাত্রলীগের দু’দলের তাফালিং -সংঘর্ষে সাবেক সভাপতি আহত


প্রকাশিত: ১২:৩৯ এএম, ১২ এপ্রিল ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩৯ বার

বিশেষ প্রতিবেদক  :  রাজধানীর শিক্ষাভবনে টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই সভাপতি গ্রুপের মধ্যে ধাওয়া 1পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতি গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এতে ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান ওরফে বাবু আহত হয়েছেন বলে জানা গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জাতিরকন্ঠকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ সোমবার সন্ধ্যায় শিক্ষাভবনে টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে।

এসময় শিক্ষাভবন এলাকায় পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।