• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

শায়রার আর পাইলট হওয়া হলোনা—


প্রকাশিত: ৮:১০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬৩ বার

shaira pilot-www.jatirkhantha.com.bd
এবিসি ১০ অবলম্বনে নীপা খন্দকার  : শায়রার আর পাইলট হওয়া হলোনা–। যুক্তরাষ্ট্রে হওয়া এক বিমান দুর্ঘটনায় মারা গেছে বাংলাদেশ এক তরুণী। প্রাথমিকভাবে তরুণের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এভিয়েশন ট্রেনিং সেন্টারে থাকা বাংলাদেশি এই তরুণীর পরিচয় নিশ্চিত করেছে তা সঙ্গীরা। দেশাই সুভম নামে তার সঙ্গে এই প্রশিক্ষণ ক্লাসে অংশ নেয়া এক ছাত্র জানায়, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় মারা গেছেন শায়রা নূর (২১)।

তিনি আরো বলেন, শায়রা নূরের বাবা একজন পাইলট। সে তার বাবার মতই প্রফেশনাল পাইলট হতে চেয়েছিল। সুভম জানায়, শেষবার যখন কথা হয় তখন জানিয়েছিল, নিজের দেশ ও পরিবারের কথা অনেক মনে পড়ছে।
shaira pilot-www.jatirkhantha.com.bd.1
এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সময় সোমবার এক বিমান দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর কথা জানায় দেশটির বার্তা সংস্থা। জানা যায়, বিমানটির ইঞ্জিন বন্ধ ছিল এবং সেটি মাটিতে আছড়ে পড়ার আগে একটি গাছের ডাল সরাসরি শায়রা নূরকে আঘাত করে।

ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা অপর দুই প্রশিক্ষক এই সময় বিমানটি থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।