• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

শাহরুখ পুত্র আরিয়ান-বচ্চন নাতনি নাভেয়ার অশ্লীল ভিডিও কিসের ইঙ্গিত?


প্রকাশিত: ৪:৫৪ এএম, ৭ জুন ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৯২ বার

 

মুম্বই থেকে মিরা নায়ার  :  শাহরুখ পুত্র আরিয়ান-বচ্চন নাতনি নাভেয়ার অশ্লীল ভিডিও কিসের ইঙ্গিত navyya.jpg-www.jatirkhantha.com.bdদিচ্ছে?  কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল শাহরুখ পুত্র আরিয়ান ও বচ্চন নাতনি নাভেয়া অশ্লীল ভিডিও। যদিও পড়ে শোনা গিয়েছিল, ভিডিওটি পুরোও ফেক। এই সম্পর্কে বচ্চন ও খান দুই পরিবারের কেউই মুখ খোলেননি। তবে সাত তাড়াতাড়ি ভিডিওটি তুলে নেওয়া হয়েছিল। এখন আবার ভাইরাল বচ্চন নাতনি নাভেয়া। নেপথ্যে হট বিকিনি ডান্স। কয়েক সেকেন্ডের এই ভিডিওতে রীতিমতো ভাইরাল নাভেয়া।

nav-ara-p-3-www.jatirkhantha.com.bd এর আগে অবশ্য কয়েকবার বিকিনিতে পাপারাৎজিতদের ক্যামেরায় বন্দি হয়েছে নাভেয়া। কিন্তু এবার যাকে বলে সব বাঁধ ভেঙে ফেলে সামনে এসেছে অমিতাভ নাতনির উদ্দাম নৃত্য। নাভেয়ার এই হড়কাত শোরগোল ফেলেছে বলিপাড়ায়। সম্প্রতি গ্র্যাজুয়েশন শেষ করেছেন নাভেয়া। আপাতত নাকি ছুটি কাটাচ্ছেন বন্ধুদের সঙ্গে।

সেখানেই এক ইয়টে বিকিনি পরে নাচতে দেখা যাচ্ছে তাঁকে। শোনা যাচ্ছে, নাভেয়ার সঙ্গে নাকি রয়েছে শাহরুখ পুত্র আরিয়েনও। যদিও ভিডিওয়ে নেই আরিয়েন।nav-3 নাভেয়া-আরিয়েনের বন্ধুত্ব নিয়ে বলিপাড়ায় গুঞ্জন অনেকদিনের। বলা হয়, প্রেম করছেন এই দুই সেলেব কিডস। যদিই এসম্পর্কে কিছুই কোনদিন বলেননি দু’পক্ষ। তবে যা রটে তার তো কিছুটা বটে।
Nav-1.www.jatirkhantha.com.bd
দুজনেই লন্ডনে একই স্কুলের শিক্ষাগ্রহন করছেন তাই নাভেয়ার সঙ্গে আরিয়ানের মেলামেশা খুব সহজেই শুরু হয়। অন্যদিকে বিগ বি ও কিং খান দুজনেরই সম্পর্ক অন ও অফ ক্রিনে বেশ ভালো। ‘মহব্বতে’, ‘কভি খুশি কভি গম’-এর মতো  ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন দুই তারকা। সেই সম্পর্ক বহন করছেন তাঁদের নয়া প্রজন্ম। ভিডিওটি দেখলে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=eSCk0FvMit4 কিন্তু ইতিমধ্যে গ্ল্যামওয়াল্ডে এন্ট্রি নিয়ে ফেলেছেন বচ্চন নাতি। মা শ্বেতার সঙ্গে  র‍্যাম্পে হেঁটে ফেলেছে সে। কিন্তু সিনে-পর্দায় কবে নাভেয়ার হাতেখড়ি হবে সেটাই এখন অপেক্ষায়। তবে বলি-পরিচালকদের কাছে নাভেয়া-আরিয়েন জুট কিন্তু বেশ ভাল অপশান।