• শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫

শাহজালাল বিমানবন্দর এলাকায় নারীর মরদেহ


প্রকাশিত: ৪:৫৯ এএম, ১০ নভেম্বর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৫২ বার

স্টাফ রিপোর্টার:   হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার ভোরে  টার্মিনাল সংলগ্ন আগমণি ক্যানোফি কার পাকিং এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ওই কার পাকিং এলাকায় একটি গাছের নিচে প্রিন্টের বোরকা পড়া অবস্থায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৭ বছর হবে।

বিমানবন্দর থানার ওসি কামাল উদ্দীন জানান, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।প্রসঙ্গত, গত সোমবার বিমানবন্দর পুলিশ বক্স সংলগ্ন একটি জলাশয় থেকে সিঙ্গাপুর ফেরত এক যাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ