শাহজালালে চাকা ফেটে দূর্ঘটনায় থাইএয়ার
বিশেষ প্রতিনিধি : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পড়েছে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান জাতিরকন্ঠকে বলেন, উড়োজাহাজটি অবতরণের সময় ডান দিকের একটি চাকা ফেঁটে যায়। তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় এবং এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় রানওয়ে কিছুক্ষণ বন্ধ ছিল। তবে একটু পর স্বাভাবিক হয়।টিজি-৩২১ উড়োজাহাজটি ব্যাংকক থেকে ঢাকা আসে। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে এটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু উড়োজাহাজটি ১২টা ১৮ মিনিটে অবতরণ করে।