• সোমবার , ৬ জানুয়ারী ২০২৫

শাহজালাল কাস্টমস হল বেল্ট থেকে ৫০ লাখ টাকার মোবাইল জব্দ


প্রকাশিত: ১:১০ এএম, ২০ সেপ্টেম্বর ১৪ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২৪ বার

 

mobail-1স্টাফ রিপোর্টার,ঢাকা:
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার ৫৬৫টি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিমানবন্দরের কাস্টমস হল বেল্ট থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি।

কাস্টমস গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হংকং থেকে একটি উড়োজাহাজ যাত্রী নিয়ে বিমানবন্দরে অবতরণ করে। হল বেল্টে সন্দেহজনক দুইটি বড় প্লাস্টিকের প্যাকেট দেখতে পেয়ে কাস্টমস কর্মকর্তারা তা খুলে সেটগুলো দেখতে পান।
মুস্তাফিজুর আরও বলেন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের অনুমোদন ছাড়া সেটগুলো আমদানি করা হয়েছিল।