• সোমবার , ৬ জানুয়ারী ২০২৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ পাচারকারী মামুন আটক


প্রকাশিত: ১১:৩৫ এএম, ৩০ জুলাই ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৯৪ বার

3333333333বিশেষ প্রতিবেদক.ঢাকা:  ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার দিবাগত রাতে বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক বিভাগের গোয়েন্দা কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, আটক হওয়া ব্যক্তির নাম আল মামুন। তাঁর বাড়ি কুমিল্লা। তিনি মালয়েশিয়া যাচ্ছিলেন। তাঁর কাছ থেকে ১৫ হাজার ইউরো ও দুই হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত উদ্ধার করা হয়। তাঁর ভাষ্য, গতকাল দিবাগত রাতে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে করে কুয়ালালামপুর যাওয়ার সময় মামুনকে আটক করা হয়।

বিমানবন্দরের ৬ নম্বর বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় তাঁকে ধরা হয়। মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।