• মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫

শাহজালালে বিমানের সংঘবদ্ধ লোডারের সহায়তায় কোটি টাকার সিগারেট জব্দ


প্রকাশিত: ১০:১১ পিএম, ১১ নভেম্বর ১৫ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২৫৬ বার

chigarate-www.jatirkhantha.com.bdবিমানবন্দর রিপোর্টার.ঢাকা:   ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেেইট ইউনিট গেটে প্রায় কোটি টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে কাস্টম কর্তৃপক্ষ।

বুধবার একটি ক্লিয়ারিং ফরওয়াডিং এজেন্ট চক্র মিথ্যা ঘোষণায় কয়েকজন বিমান কর্মীর (লোডার) মাধ্যমে এয়ারফ্রেইট গেট দিয়ে ১৮টি কার্টন বাইরে আনার চেষ্টা করে। গোপন সংবাদে ওই গেট থেকে ওই কার্টনগুলো আটক করা হয়।

কাস্টম কর্মকর্তারা জানান, তল্লাশি চালিয়ে তা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বেনসন ও ব্ল্যাক সিগারেট জব্দ করা হয়, যার বাজার মূল্য কোটি টাকা। গত সোমবার আলাউদ্দিনের নামে ব্যক্তিগত মালামাল হিসেবে এমিরেটসের একটি ফ্লাইটে এই অবৈধ পণ্যের চালানটি কার্গো ইউনিটে পৌঁছে।

এ ব্যাপারে বিমানবন্দর এয়ারফ্রেইটের সহকারী কমিশনার আল আমিন বলেন, ‘জব্দ সিগারেটের বাজার মূল্য কোটি টাকা। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা করা হয়েছে।’

সংশ্লিষ্টরা জানায়, বেলা ১২টার দিকে বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট শাখার গেটে এ ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি বেগতিক বুঝতে পারে কয়েকজন বিমানকর্মীসহ জড়িত চক্রটি সটকে পড়ে।