• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

শাহজালালে কাপড়ের রোলে সোনা চোরাচালান


প্রকাশিত: ২:১০ পিএম, ৮ অক্টোবর ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭১ বার

বিমানবন্দর প্রতিনিধি  :  রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাপড়ের রোলের ভেতর থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক cloth roll-gold-www.jatirkhantha.com.bdগোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের এয়ার ফ্রেইড এলাকায় অভিযান চালিয়ে কাপড়ের রোলের ভেতর থেকে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার স্বর্ণের প্রতিটি বারের ওজন এক কেজি। এর বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা জানিয়েছে, একটি কাপড় আমদানিকারক প্রতিষ্ঠান এই স্বর্ণ চোরাচালানে জড়িত। তবে তদন্তের স্বার্থে কারও নাম প্রকাশ করা হচ্ছে না।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক সাইফুর রহমান জানান, রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ-৪৪৬ নম্বর ফ্লাইটে করে স্বর্ণের চালানটি আসে। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে ওই ফ্লাইট থেকে মালামাল খালাস করা হচ্ছিল। এ সময় এয়ারওয়ে বিলের মাধ্যমে তৈরি পোশাক কারখানার জন্য আমদানি করা কাপড়ের একটি রোল তল্লাশি করা হয়। কালো কাপড়ের ওই রোলের ভেতর সাতটি স্বর্ণের বার পাওয়া যায়।